চলতি বছরের আলোচিত সিনেমার একটি ‘কাঙ্গুভা’। মুক্তির আগে থেকেই যেই সিনেমাটিকে ঘিরে চলছিল নানান আলোচনা। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রীতিমত তোলপাড় করে তুলেছিল এই সিনেমাটি!
তবে দিন গড়াতেই যেন আয়ে ভাটা পড়ে গেল সিনেমাটির। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৮৫ কোটি রুপি, যার ভেতর ভারতীয় বক্স অফিসে ৪ দিনে আয় করেছে মাত্র ৫২ কোটি রুপি! যদিও মুক্তির দিনই আয় ছিল ৪০ কোটি রুপি! আর বাকি তিন দিনে মোট আয় করেছে ৪৫ কোটি রুপি।
ফলে ধরেই নেওয়া যায় বক্স অফিসে আশানুরূপ আয় করতে পারছে না প্যান ইন্ডিয়ান এই সিনেমা। একই সঙ্গে এই সিনেমা সুরিয়ার ক্যারিয়ারের ফ্লপ সিনেমা হিসেবেও তালিকাতে নাম করে নিতে যাচ্ছে!