কি আজব দিনকাল পড়েছে! মা সন্তান এর কাছে নিরাপদ না।
মা সন্তান এর কাছে নিরাপদ না, সন্তান মা বাবার কাছে নিরাপদ না,আপন আত্মীয় কিংবা পাড়াপ্রতিবেশি কেউই কারও কাছে নিরাপদ না,ভালোবাসার মানুষটিও ভালোবাসার মানুষের কাছে নিরাপদ না। এ যেন কোন এক জাহেলিয়াত এর যুগে আমরা বসবাস করছি।
নিজের মাকে মে’রে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে নিজেই জানাজার জন্য ডাক দেয়। কি সুন্দর এই দুনিয়ার মানুষ ভাবতেই অবাক লাগে !
পৃথিবী এখন কোথায় এসে আমরা দাঁড়িয়েছি!
নিজের মা’কে হ’ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা’দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।
দুপুরে ফিরে দেখে মা সবজি কাটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা’কে মেরে ফেলে। তারপর ডিপফ্রিজে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা’তির চিহ্ন রেখে চলে যায়। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করে, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা’তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।
আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন? ছেলে যখন মুখ চে’পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল?
মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ’লা চে’পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে!
ভিডিওটি দেখতে আমাদের পেইজে ফলো দিন facebook.com/bview24
আমাদের গ্রুপে জয়েন হয়েও জানাতে পারেন আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা,এবং জানাতে পারেন আপনার মতামত facebook.com/groups/bview
ধন্যবাদ